নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে জেরুজালেমে তাঁর সরকারি বাসভবনের সামনে শত শত মানুষ বিক্ষোভ করেছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে সাত মাস ধরে প্রতি সপ্তাহে এই বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীরা বলছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে, ক্ষমতা থেকে দ্রুত তাঁর সরে দাড়ানো উচিত।
এ ছাড়া কোভিড-১৯ প্রতিরোধেও নেতানিয়াহু ব্যর্থতা আর বেকারত্বের সংখ্যাও তাঁর সময়ে দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। দেশটিতে ২৩ মার্চ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এদিকে, রোববার দেশব্যাপী তৃতীয় পর্যায়ের লকডাউন শিথিল করতে যাচ্ছে ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে সফল টিকাদান কার্যক্রম সত্ত্বেও দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে চলেছে।