বিবিসির লাইভ চলাকালে গাজায় ধসে পড়ল বহুতল ভবন (ভিডিও)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/15/bbc.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একটি বহুতল ভবন ধসে পড়ার ভিডিও সরাসরি দেখা গেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ সংবাদ চলাকালে।
গত বুধবার গাজার আল জোহারা টাওয়ারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমন সময় কয়েকটি বাড়ি দূরের একটি ভবনের ছাদে দাঁড়িয়ে সরাসরি সর্বশেষ হালনাগাদ খবর জানাচ্ছিলেন বিবিসি অ্যারাবিকের প্রতিবেদক আদনান এলবুরশ।
শুক্রবার রাতে বিবিসি অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রতিবেদক কথা বলা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁর পেছনে দৃশ্যমান ওই বহুতল ভবনের সামনে বোমা পড়ে। পরক্ষণেই কী ঘটতে যাচ্ছে তা না বুঝতে পেরে তাঁরা ভিডিও চালু রাখেন। সেই মুহূর্তে ভবনটির নিচের দিকে উপর্যুপরি বোমা বর্ষণ করা হয়। ব্যাপক আগুনের কুণ্ডলীতে ছেয়ে যায় ভিডিওস্ক্রিন।
অপরদিকে টিভি স্টেশনে থাকা উপস্থাপক মোহাম্মদ সাইফ জিজ্ঞেস করতে থাকেন, ‘আদনান আপনি ঠিক আছেন কি?’
ভিডিওতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই ১৩ তল আল জোহারা টাওয়ারটি ধসে পড়ছে।
এদিকে, গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।