অভিবাসী মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের আহ্বান আসামের মুখ্যমন্ত্রীর
ভারতের আসাম রাজ্যের অভিবাসী মুসলিমদের পরিবার পরিকল্পনা মেনে জনসংখ্যা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমান্ত বিশ্ব শর্মা। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাস পর গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন হিমান্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মুসলমানদের উচিত আসামের পরিবার পরিকল্পনা নীতি অনুসরণ করা। অন্যথায় ভূমি দখলের মতো সামাজিক সমস্যা দিন দিন প্রকট হবে। এবং এতে মুসলিমরা কামাক্ষার মন্দির পর্যন্ত দখল করবে। এমনকি মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার বাড়িঘর ও জমি পর্যন্ত মুসলিমরা দখলে নিতে পারে বলে আশঙ্কা করেন তিনি। আসামের মুসলিমদের ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বাংলাদেশি অভিবাসী হিসেবে মনে করে থাকে।
হিমান্ত শর্মা বলেন, ‘গত রাজ্যসভায় আমরা এরই মধ্যে একটি জনসংখ্যা নীতি অনুমোদন দিয়েছি। কিন্তু জনসংখ্যার চাপ কমাতে আমরা সুনির্দিষ্টভাবে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিষয় নিয়ে কাজ করতে চাই।’
আসামের তিন কোটি ১২ লাখ জনসংখ্যার ৩১ শতাংশই অভিবাসী মুসলিম। এই রাজ্যের ১২৬টি আসনের মধ্যে ৩৫টি আসনে এই মুসলিমদের ভোট ফলাফল নির্ধারক হয়ে দাঁড়ায়।
আসামের মধ্য ও নিম্নাঞ্চলের বাসিন্দা বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশ থেকে আসা অভিবাসী বলে গণ্য করা হয়। গত রাজ্যসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসামের আদিবাসী জনগোষ্ঠীকে অভিবাসী মুসলিমদের হাত থেকে রক্ষা করবে বলে নির্বাচনি প্রচার চালিয়েছিল।