অশ্লীলতার অভিযোগে মডেলকে কারাদণ্ড দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/09/yemeni_model.jpeg)
ইয়েমেনের একজন অভিনেত্রী ও মডেলকে ‘অশ্লীলতার’ দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে বিদ্রোহী হুতি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইনতিসার আল-হাম্মাদি নামের ২০ বছর বয়সি মডেল অভিযোগ করেছেন—গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের হাতে আটক হওয়ার পর তাঁকে গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁকে চোখ বেঁধে নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছেন ইনতিসার আল-হাম্মাদি।
বিবিসি জানিয়েছে, ইনতিসার আল-হাম্মাদির সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও তিন নারীকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে—ইনতিসার আল-হাম্মাদিসহ আরও তিন নারীর বিরুদ্ধে করা মামলাটি নিয়ে ‘অনিয়ম ও অপব্যবহারের’ অভিযোগ রয়েছে।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করা হুতিরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারপন্থি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/11/09/yemeni-model-inside_0.jpg 687w)
হুতি গোষ্ঠী পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে—সানার একটি আদালত ইনতিসার আল-হাম্মাদিসহকে অশ্লীল কর্মকাণ্ড এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
বার্তা সংস্থা সাবা বলছে— ইনতিসার আল-হাম্মাদি এবং আরও তিন নারীর মধ্যে এক জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে এক জনকে তিন বছর এবং অন্যজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।