যুক্তরাজ্যে ইস্যু করা ভিসা ক্রেডিট কার্ডে পেমেন্ট নেবে না অ্যামাজন
আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে ইস্যু করা ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ সেবা বন্ধ করে দেবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সংবাদমাদ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
পণ্যের মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে উচ্চহারে ফি নেওয়ায় ভিসা ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। তবে, ভিসা ডেবিট কার্ডে মূল্য পরিশোধ চালু রয়েছে। এটি বন্ধের কোনো পরিকল্পনা নেই।
‘ব্রেক্সিটের সঙ্গে এ ফি বাড়ানোর কোনো সম্পর্ক নেই’—ভিসা ও অ্যামাজন উভয় পক্ষ এমনটি বললেও মূলত ব্রেক্সিটের পরই কোম্পানি দুটি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে আন্তঃসীমান্ত লেনদেনে আলাদা ফি বাড়িয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রেও ভিসা কার্ডের লেনদেন বাদ দিতে চায় অ্যামাজন।
ভিসা কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে ভোক্তাদের পছন্দকে একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার এ ঘোষণায় তারা যারপরনাই হতাশ। ভোক্তাদের পছন্দকে সীমিত করে দিলে, কেউই তাতে লাভবান হবে না।
অন্যদিকে, অ্যামাজন বলছে—‘কার্ডের এই ফি, পণ্য কেনাকাটায় ভোক্তাদের জন্য সঠিক দরদামের বিষয়টি নিশ্চিত করতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
অ্যামাজনের বলেছে, ‘সময়ের ব্যবধানে খরচ কমার কথা। কিন্তু, তা না হয়ে বেশিই থেকে যাচ্ছে, এমনকি বাড়ানো হচ্ছে।’
ভিসা ছেড়ে আসতে ভোক্তাদের জন্য এরই মধ্যে অফার চালু করেছে অ্যামাজন। পণ্যের মূল্য পরিশোধের মাধ্যম হিসেবে ভিসা বাদ দিয়ে বিকল্প পদ্ধতি গ্রহণ করলে প্রাইম ভোক্তারা ২০ পাউন্ড, আর সাধারণ ভোক্তারা ১০ পাউন্ড পাবেন।