চার মাসে ৪২০ কোটি ডলার দান করেছেন বেজোসের সাবেক স্ত্রী
বিশ্বের সবচেয়ে বড়ো ইকমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট গত চার মাসে ত্রাণ বিতরণকারী ও খাদ্য সরবরাহকারী বিভিন্ন সংস্থায় ৪২০ কোটি মার্কিন ডলার (৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার ৬৪৪ কোটি ৯০ লাখ ৪৪ হাজার টাকা।
ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি জানিয়েছেন, মহামারিতে দুর্দশাগ্রস্ত আমেরিকানদের পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়।
ম্যাকেঞ্জি স্কট বর্তমানে বিশ্বের ১৮তম ধনী ব্যক্তি। এ বছর তাঁর সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে ৬০ দশমিক ৭ বিলিয়নে (ছয় হাজার ৭০ কোটি মার্কিন ডলার) গিয়ে ঠেকে। স্কটের সাবেক স্বামী বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর কাছ থেকেই বেশির ভাগ সম্পদের মালিক হয়েছেন ম্যাকেঞ্জি স্কট।
গত মঙ্গলবার ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি জানিয়েছেন, সাড়ে ছয় হাজার সংস্থাকে তিনি এই অর্থ দিয়েছেন।
অর্থ সম্পদের বেশির ভাগ দাতব্য কাজে দান করে দেবেন বলে গত বছর ঘোষণা দেন ম্যাকেঞ্জি। যেসব ধনাঢ্য ব্যক্তি নিজেদের সিংহভাগ সম্পদ দাতব্য খাতে দিয়ে দেন, তাঁরা ‘গিভিং প্লেজ’ বা দানের অঙ্গীকার করে থাকেন। ম্যাকেঞ্জি স্কট গত বছর ‘দ্য গিভিং প্লেজ’-এ অর্থ দানের অঙ্গীকার করেন।