ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপর সৌদি জোটের বিমান হামলা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ও সৌদি সমর্থিত সরকারের মধ্যকার বিরোধ চরম আকার ধারণ করেছে। দেশটির ধালি গভর্নরেটে (প্রদেশ) ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে এসটিসির প্রধান আইদারাস আল-জুবাইদি নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে জোট জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটির সামরিক শক্তি দমনের লক্ষ্যে তারা ‘প্রতিরোধমূলক’ এই হামলা পরিচালনা করেছে। খবর আলজাজিরার।
সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে এডেন শহর থেকে রিয়াদে পৌঁছানোর কথা ছিল জুবাইদির। কিন্তু শেষ মুহূর্তে তিনি বিমানে না উঠে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোট জানতে পারে, জুবাইদি ধালি অঞ্চলে সাঁজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্রসহ একটি বিশাল বাহিনী মোতায়েন করেছেন। বড় ধরনের সংঘাতের এই প্রস্তুতি নস্যাৎ করতেই আজ ভোর ৪টায় সেখানে বিমান হামলা চালানো হয়। তবে এই হামলার পর এসটিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি স্বাধীন রাষ্ট্রের দাবিতে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। তারা হাজরামাউত ও মাহরাসহ ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড দখল করে নিয়েছিল। যদিও পরবর্তীতে সরকারি বাহিনী কিছু এলাকা পুনরুদ্ধার করে। এসটিসি শান্তি আলোচনায় বসতে রাজি হয়। তবে জুবাইদির রহস্যজনক নিরুদ্দেশ হয়ে যাওয়া নতুন করে এই সামরিক উত্তেজনা বৃদ্ধি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।

এনটিভি অনলাইন ডেস্ক