শিশুদের টিকাদান কমানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উদ্বেগ, চিকিৎসকদের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শিশুদের জন্য সুপারিশকৃত টিকার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় দেশটির শীর্ষ চিকিৎসা সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ঘোষিত এই সিদ্ধান্তে শিশুদের জন্য রোটাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু), মেনিনজোকোকাল রোগ ও হেপাটাইটিস টিকার সুপারিশ বাতিল করা হয়েছে। ট্রাম্প মনোনীত স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের এজেন্ডার অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। খবর আল জাজিরার।
সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমছে এবং হাম ও হুপিং কাশির মতো টিকায় প্রতিরোধযোগ্য রোগের সংক্রমণ বাড়ছে—এমন সময়ে এই সিদ্ধান্ত আরও উদ্বেগ বাড়িয়েছে।
স্বাস্থ্য সচিব কেনেডি এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত শিশুদের সুরক্ষা দেবে, পরিবারগুলোর মতামতকে সম্মান করবে এবং জনস্বাস্থ্যের ওপর আস্থা পুনর্গঠন করবে।
তবে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (এএমএ) জানিয়েছে, তারা এই পরিবর্তনে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। সংগঠনটির ট্রাস্টি ও চিকিৎসক স্যান্ড্রা অ্যাডামসন ফ্রাইহোফার বলেন, দশকের পর দশক ধরে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে টিকানীতি গড়ে উঠেছে। প্রমাণভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া বড় ধরনের পরিবর্তন জনআস্থাকে ক্ষুণ্ন করে এবং শিশুদের অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলে।
অ্যাডামসন ফ্রাইহোফার আরও বলেন, যথাযথ বৈজ্ঞানিক পর্যালোচনা ও স্বচ্ছতা ছাড়া দীর্ঘদিনের সুপারিশ বদলে ফেলা ঠিক হয়নি।
এই পরিবর্তনটি কার্যকর করা হয়েছে সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক জিম ও’নিলের অনুমোদনে, তবে সংস্থাটির প্রচলিত বাইরের বিশেষজ্ঞ পর্যালোচনা ছাড়াই। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের চেয়ারম্যান শন ও’লিয়ারি জানান, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এই সিদ্ধান্ত নিয়েছেন, অথচ কোনো প্রমাণ নেই যে আগের সুপারিশগুলো শিশুদের ক্ষতি করছিল।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন এসব টিকা কেবল উচ্চঝুঁকিপূর্ণ শিশুদের জন্য বা চিকিৎসকের সঙ্গে ‘শেয়ার্ড ডিসিশন মেকিং’-এর ভিত্তিতে দেওয়া হবে।
যদিও স্কুলে টিকা বাধ্যতামূলক করার ক্ষমতা রাজ্যগুলোর হাতে, তবু সিডিসির নির্দেশনা সাধারণত রাজ্য নীতিকে প্রভাবিত করে। এরই মধ্যে কয়েকটি রাজ্য ট্রাম্প প্রশাসনের টিকানীতির বিরুদ্ধে নিজস্ব জোট গঠনের উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, কেনেডি দীর্ঘদিন ধরে টিকাবিরোধী অবস্থানের জন্য পরিচিত। মে মাসে তিনি সিডিসিকে সুস্থ শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড-১৯ টিকার সুপারিশ বাতিল করতে বলেন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়ে। জুনে তিনি সিডিসির ১৭ সদস্যের টিকা উপদেষ্টা কমিটিকে বরখাস্ত করে নিজস্ব কয়েকজন, যাদের মধ্যে একাধিক টিকাবিরোধী, নিয়োগ দেন। আগস্টে তিনি এমআরএনএ টিকা গবেষণার তহবিল কাটার ঘোষণা দেন।
এদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে নতুন টিকাসূচিকে ‘অনেক বেশি যৌক্তিক’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি ‘বিশ্বের অন্যান্য উন্নত দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রকে অবশেষে সামঞ্জস্যপূর্ণ করেছে।’

এনটিভি অনলাইন ডেস্ক