অনেকদিন পর মিরাজের ফেরা
ওয়ানডেতে সর্বশেষ বল হাতে তিনি সাফল্য পেয়েছিলেন এই ওয়েস্ট ইন্ডিজেরই বিপক্ষে। ২০১৮ সালের ডিসেম্বরে মেহেদী হাসান মিরাজ সিলেটে ক্যারিবীয় দলের বিপক্ষে চার উইকেট তুলে নিয়েছিলেন। দীর্ঘদিন পর ঘরের মাঠে সেই দলটির বিপক্ষে আবার সাফল্য পেলেন তিনি।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিরাজ ৯.৪ ওভার বল করে ২৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন। তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান তিনি।
সাকিব আল হাসান ও বোলিং কোচ সোহেল ইসলামের পরামর্শেই নাকি বোলিংয়ে পরিবর্তন এনে এই সাফল্য পেয়েছেন মিরাজ। ইনিংসের মাঝে তিনি বলেন, ‘আজকের বোলিংয়ে আমি খুবই খুশি। আগের ম্যাচে যেই জায়গায় বল করেছি, তাতে আমি খুশি ছিলাম না। আমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের স্পিন বোলিং কোচের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে কিছু বিষয় জেনেছি, যা কাজে লেগেছে।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ সাত উইকেটে। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে লাল-সবুজের দল।
এই ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্য, তামিম ইকবালের হাফেসঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের বল হাতের সাফল্যে এই দারুণ জয় পায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রান গড়ে। জবাবে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।