পিএসএলে ডাক পেলেন মিরাজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। চলতি আসরের দ্বিতীয় ভাগে সাকিব আল হাসানের পর আরেক বাংলাদেশি অলরাউন্ডার পাড়ি জমাচ্ছেন পিএসএলে অংশ নিতে। আজ সোমবার (১৯ মে) মিরাজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। খবর ইএসপিএনক্রিকইনফোর।
ভারত-পাকিস্তান সহিংসতার কারণে মাঝপথে বন্ধ হয় পিএসএল। গত ১৭ মে ফের শুরু হয় পাকিস্তানের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রথম ভাগে লাহোরের জার্সিতে খেলেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন।
পিএসএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে লাহোর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইতোমধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন মিরাজ। পাকিস্তানের উদ্দেশে তিনি দেশ ছাড়বেন আগামীকাল। আগামী ২২ মে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লাহোর। এখনও প্রতিপক্ষ ঠিক হয়নি তাদের।
লাহোরে সুযোগ পাওয়া নিয়ে মিরাজ বলেন, ‘আমি নিজেকে টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করছি। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আবার ফিরতে চাই। জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়ার এটি সুযোগ। এখানে খেলে এই ফরম্যাটে নিজের পারফরম্যান্সের উন্নতি করতে চাই।’
এর আগে রিশাদের পাশাপাশি চলতি পিএসএলে খেলেছিলেন আরেক বাংলাদেশি নাহিদ রানা। এই পেসার খেলেছিলেন করাচি কিংসের হয়ে। সহিংসতার সময় টুর্নামেন্ট বন্ধ হলে দেশে ফিরে আসেন দুজনই।