অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না ফেদেরার
কদিন আগেই শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেন রজার ফেদেরার। দুবাইতে নাকি অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু নতুন খবর হলো, অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন ফেদেরার।
সংবাদ সংস্থা এপির খবরে জানা গেছে, ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পেদারারের ডান হাঁটুতে আস্ত্রোপচার করা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে খেলায় ফিরতে আরো কিছুদিন সময় লেগবে তাঁর।
ফেদেরারের ম্যানেজমেন্ট সংস্থার সিইও টনি গডসিক জানিয়েছেন, চোটের কারণে টানা ২১ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারছেন না ফেদেরার। ২০০০ সালে প্রথম এই আসরে খেলতে নেমেছিলেন তিনি। দ্রুত কোর্টে ফিরতে চাইছেন ফেদেরার।
অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে ফেদেরারের নাম প্রত্যাহার করে নেওয়ার খবর নিশ্চিত করেছে। দ্রুত এই সুইস তারকার কোর্টে ফেরার জন্য শুভকামনা জানিয়েছে তারা।
চোটের কারণে এ বছর ফরাসি ওপেন ও ইউএস ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ফেদেরার। আর করোনার কারণে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি। এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না তাঁর। টানা তিনটি মেজর টুর্নামেন্টে চোটের কারণে অংশ নিতে পারছেন না এই তারকা। দীর্ঘ একবছর কোর্টের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।