আইপিএলে মুস্তাফিজ-মুশফিকদের মূল্য জেনে নিন
জমকালোভাবে আজ বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কে কার দলে নাম ওঠাবেন বা কার দর সবচেয়ে বেশি হবে—সে অপেক্ষার অবসান হবে আজ। কলকাতায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে আসন্ন আইপিএলের নিলাম। নিলাম অনুষ্ঠানটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান।
আইপিএলের এবারের নিলামে মোট ৩৩২ ক্রিকেটারের নাম উঠেছে, যার মধ্যে ১৮৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকিদের মধ্যে ৩৫ জন অস্ট্রেলিয়ার, ২৩ জন দক্ষিণ আফ্রিকার, আফগানিস্তানের সাতজন ও বাংলাদেশ থেকে থাকছেন পাঁচজন।
নিলামে নাম থাকা বাংলাদেশের ক্রিকেটাররা হলেন—মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যে দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে মুশফিকের। কেননা, নিলামের তালিকায় শুরুতে নিজের নাম দিতে চাননি মুশফিক। পরে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তাঁর নাম যুক্ত করা হয়। তাতে ফ্র্যাঞ্চাইজিদের যে মুশফিকদের প্রতি আগ্রহ আছে, সেটা বোঝা যায়।
বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মধ্যে শুধু বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানেরই আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, যার জন্য সবচেয়ে বেশি ভিত্তিমূল্য তাঁরই ধরা হয়েছে। দুইবার আইপিএল খেলা মুস্তাফিজের ভিত্তিমূল্য এক কোটি রুপি।
এ ছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকের ভিত্তিমূল্য ৭৫ লাখ, মাহমুদউল্লাহর মূল্য ৭৫ লাখ, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের ৫০ লাখ ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ রুপি।
এবারের আইপিএলে ২৭ কোটি ৯০ লাখ রুপি খরচ করতে পারবে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার মধ্যে বিদেশি ছয়জনসহ মোট ১২ ক্রিকেটার কেনা যাবে। অন্যদিকে অনধিক ২৭ কোটি ৮৫ লাখ রুপি খরচ করতে পারবে দিল্লি ক্যাপিট্যালস। ১১ জনের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে তারা।
২৮ কোটি ৯ লাখ রুপি খরচ করতে পারবে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংস পারবে ১৪ কোটি ছয় লাখ রুপি খরচ করতে। মুম্বাই ইন্ডিয়ান্স খরচ করতে পারবে ১৩.৫ কোটি রুপি। ৪২.৭ কোটি রুপি খরচ করতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব। কলকাতা নাইট রাইডার্সের খরচের সীমা ৩৫.৬৫ কোটি রুপি। আর সানরাইজার্স হায়দরাবাদের বাজেট ১৭ কোটি রুপি।

স্পোর্টস ডেস্ক