আমাদের জিততেই হবে : বাংলাদেশ কোচ
জিতলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত, হারলে বিদায়—এমন সমীকরণকে সামনে রেখে আজ বুধবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। টিকে থাকার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ অস্কার ব্রুসন। ম্যাচের আগে শিষ্যদের বার্তা দিয়ে কোচ জানালেন, আমাদের জিততেই হবে।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। মাঝের সাত আসরে সাফল্যের পাল্লায় তেমন কিছু নেই। তাই এবারের মৌসুম নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। জামাল-তপুদের মৌসুমের শুরুটাও হয়েছে স্বপ্নের মতো।
নতুন কোচ অস্কার ব্রুসনের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দারুণ মিশন শুরু করে বাংলাদেশ ফুটবল দল। এরপর রুখে দেয় শক্তিশালী ভারতকে। ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। তবে টানা দুই ম্যাচে অপরাজেয় থাকার আত্মবিশ্বাস নিয়েও মালদ্বীপকে থামাতে পারেনি অস্কার ব্রুসনের দল। স্বাগতিকদের কাছে চলতি আসরে প্রথম হারের তেতো স্বাদ অস্কার ব্রুসনের শিষ্যরা। তবে তাতেও শেষ হয়ে যায়নি ফাইনালের আশা। নিজেদের পরের ম্যাচে নেপালকে হারাতে পারলেই সাফের ফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে উঠতে হলে জিততেই হবে বাংলাদেশকে, ড্র করলেও হবে না। তাই আজ জয় ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ব্রুসন বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী যেভাবে খেলতে চাই, আমাদের সেভাবে খেলতে হবে। দুই স্ট্রাইকার নিয়ে খেলব। দুটি ম্যাচই সেমিফাইনাল (অন্য ম্যাচে মুখোমুখি ভারত ও মালদ্বীপ)। ৯০ মিনিটে ম্যাচ জিততে হবে। আমাদের জিততেই হবে এবং আমি আত্মবিশ্বাসী। আমাদের জন্য সুন্দর দিন অপেক্ষায় আছে। নেপাল শক্তিশালী দল, ভালো ফুটবল খেলে; তবে আমাদেরও ভালো খেলোয়াড় আছে। বিপিএলের সেরা খেলোয়াড়রা খেলছে এই দলে।’
বাংলাদেশ কোচ আরো বলেন, ‘আমাদের একটা শক্তিশালী দিক হচ্ছে আমরা রক্ষণে খুব একটা ভুগিনি। মালদ্বীপ ম্যাচে আমাদের দুটো গোল খাওয়া নিয়ে কথা হচ্ছে, কিন্তু ওই ম্যাচে আমরা দুটো গোল খেয়েছি সেট পিস থেকে। কেবল দলের ডিফেন্ডারদের ওপর নয়, আমাদের রক্ষণের যে কৌশল, তার ওপর আমার আস্থা রয়েছে। আমাদের জমাট থাকতে হবে। সেন্ট্রাল এরিয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে, নেপালকে আমরা দ্রুত প্রতি-আক্রমণে ওঠার সুযোগ দিতে পারি না। সে অনুযায়ী আমাদের পরিকল্পনা আছে।’
বাংলাদেশের মতো একই সমীকরণ ভারতের সামনেও। মালদ্বীপের বিপক্ষে জিতলে তারাও চলে যাবে সাফের ফাইনালে। বাংলাদেশ জিতলে ৭ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। ভারত জিতলে ৮ পয়েন্ট নিয়ে তারাও চলে যাবে শিরোপামঞ্চে। একই দিনে আজ ভারত-মালদ্বীপ লড়বে। ওই ম্যাচটি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।