আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ফুটবলকে বিদায় জানাবেন ইতালির অধিনায়ক
ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দিয়ে ইতালিকে উচ্ছ্বাসে ভাসিয়েছেন। স্বপ্ন দেখেছেন বিশ্বকাপেও তেমন চমক দেখানোর। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে বাছাইপর্বতেই। তাই নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন ইতালির অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন দীর্ঘদিন ধরে ইতালির ফুটবলে মাতানো কিয়েল্লিনি।
আগামী জুনে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটি হতে যাচ্ছে ইতালিতে কিয়েল্লিনির শেষ ম্যাচ। ‘ফিনালিস্সিমা’ নামের এই ম্যাচে আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে লড়বে দুই চ্যাম্পিয়ন।
গত বছর কিয়েল্লিনির নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। এবার সেই মাঠেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে এ ব্যাপারে কিয়েল্লিনি বলেন, ‘ওয়েম্বলিতেই জাতীয় দলকে বিদায় জানাব আমি, যে মাঠে ইউরো জিতে ক্যারিয়ারের চূড়ায় স্পর্শ করার স্বাদ পেয়েছিলাম। তাই এবারও ভালো কোনো স্মৃতি নিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চাই। ওই ম্যাচ নিশ্চিতভাবেই হতে যাচ্ছে ইতালির হয়ে আমার শেষ ম্যাচ।’
২০০৪ সালের নভেম্বরে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতালির জার্সিতে অভিষেক হয় কিয়েল্লিনির। ২০০৭ সাল থেকে নিয়মিত হয়ে ওঠেন ইতালির এই তারকা ফুটবলার। দীর্ঘ ক্যারিয়ারে ইতালির হয়ে ১১৬ ম্যাচ খেলেছেন কিয়েল্লিনি।
তবে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিলেও ক্লাব ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না জুভেন্টাস তারকার। তাঁর কথায়, ‘জুভেন্টাসের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক শেষ হচ্ছে না। এটা কখনোই শেষ হবে না। অবশ্যই এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সবকিছু মূল্যায়ন করতে হব আমার, ভেবে দেখতে হবে এবং পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে যে কোনটা সবচেয়ে ভালো। গত মৌসুমেও এরকমই হয়েছিল। আমি সময় নিয়েছিলাম এবং ইউরো ফাইনালের পরই কেবল চুক্তিতে সই করেছিলাম। আমার এই বয়সে খুব বেশি দূরেরটা ভাবার উপায় নেই।’