ফুটবলকে বিদায় বলে দিলেন ইতালিয়ান তারকা
এক-দুই বছর নয়। ফুটবলের সবুজ গালিচায় দীর্ঘ ১৯ বছর কাটিয়ে দিয়েছেন ইতালি ও জুভেন্টাসের কিংবদন্তি ফুটবলার লিওনার্দো বোনুচ্চি। অবশ্য দীর্ঘ এই অধ্যায়ের ইতি টানলেন তিনি। জানিয়ে দিলেন—ফুটবলের সঙ্গে শেষ হচ্ছে তার রঙিন অধ্যায়।
এক ভিডিও বার্তায় নিজের অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার। ১৯ বছরের ফুটবল ক্যারিয়ার কাটানো বোনুচ্ছি খেলেছেনও ১৯ নম্বর জার্সি দিয়ে। তাই অবসরের বার্তার শুরুটাও ১৯ দিয়ে করেন এই তারকা ডিফেন্ডার।
অবসরের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় এই জুভেন্টাস তারকা বলেছেন, ‘আমি যে গল্পটা বলতে যাচ্ছি তার স্বপ্ন সেই ছেলেবেলাতেই বুনেছিলাম। নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বড় কিছু অর্জনের, বড় কিছু উদযাপনের। চেয়েছিলাম কঠিন সময়গুলো সাহসের সঙ্গে পার করতে। একজন পিতা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় কিংবা ইতিহাস সবকিছু ছাপিয়ে আজ আমি এই আমি হয়েছি।’
ইতালির জার্সি গায়ে জড়িয়ে ১২১টি ম্যাচ খেলেছেন বোনুচ্চি। যেটা দেশটির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। এ ছাড়া নিজ পজিশনে ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় দলের হয়ে আটটি গোল করেছেন এই ফুটবলার। ২০২১ সালে ইতালির ইউরোর শিরোপা জয়েও ভূমিকা রাখেন তিনি। ওয়েম্বলির সেই ফাইনালে গোল করেছিলেন বোনুচ্চি।
এ ছাড়া ক্লাব ফুটবলে বোনুচ্চি বেশিরভাগ সময় পার করেছেন জুভেন্টাসে। এ ছাড়া খেলেছেন ইন্টার মিলানেও।