ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে রোনালদো
কিছুদিন আগেই সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে গুঞ্জনকেই সত্য করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তাতে ইউরোপীয় আবহ ছেড়ে রোনালদোর ক্যারিয়ারে যুক্ত হলো এশিয়ান নতুন অধ্যায়।
গতকাল শুক্রবার রোনালদো বলেছেন, ‘নতুন পরিবেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। আল নাসর যেভাবে ফুটবলের সামগ্রিক উন্নয়ন নিয়ে কাজ করছে, সেটি আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
পর্তুগিজ এই তারকার বর্তমান বয়স ৩৭ বছর। এর মধ্যে ইউরোপের চার ক্লাবে কাটিয়েছেন ২০ বছর। ৫ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং পাঁচবার জেতেন ব্যালন ডি অর।
২০০২ সালে পর্তুগালে স্পোর্টিং সিপি দিয়ে ক্লাব যাত্রা শুরু হয় রোনালদোর। এক বছর পরে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ছয় বছর ম্যানচেস্টারে কাটিয়ে ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। প্রায় ৯ বছর মাদ্রিদে থেকে রাশিয়া বিশ্বকাপের পরে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিন বছর সেখানে থেকে ২০২১ সালে আবার ফিরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
তবে কাতার বিশ্বকাপ শুরুর আগে ম্যানচেস্টারের কোচ, শীর্ষ কর্মকর্তা ও মালিকপক্ষকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন রোনালদো। তাতে নভেম্বরের ২২ তারিখে ম্যানচেস্টার অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরে ইউরোপীয় কোনো ক্লাবে না থেকে সোজা নাম লেখালেন এশিয়ার দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে রোনালদো আড়াই মৌসুমের জন্য চুক্তি করেছেন। প্রতি মৌসুমের জন্য রোনালদো পাবেন ২ হাজার ২১৩ কোটি টাকার উপরে (২০০ মিলিয়ন ইউরো)। সঙ্গে থাকবে সাইনিং বোনাসসহ অন্যান্য ভাতা। আর ফুটবল বিশ্বে এটিই সবচেয়ে বড় চুক্তি। এর আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে প্রতি মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন রোনালদো।