রোনালদোকে ভিন্নরকম বার্তা দিলেন ক্রুস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/08/cr7-kroos-afp.jpg)
উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গত ৬ সেপ্টেম্বর পর্তুগাল জিতেছিল ২-১ গোলে। ম্যাচের ৩৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। রোনালদোর করা আর দশটি গোলের মতো সাধারণ ছিল না সেটি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন সিআরসেভেন।
একবিংশ শতাব্দীতে একমাত্র ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন রোনালদো। এমন মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন ১২৩৬টি ম্যাচ। এ সময় ৯০০ গোলের পাশাপাশি ২৫৪টি অ্যাসিস্ট করেন তিনি। তার এই অর্জনে পেয়েছেন সবার প্রশংসা। এমনকি পর্তুগিজ তারকাকে নিয়ে প্রায় ছয় বছর পর পোস্ট করেছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে, সবার শুভেচ্ছাকে ছাপিয়ে গেছেন টনি ক্রুস।
রিয়াল মাদ্রিদে রোনালদোর সাবেক সতীর্থ ক্রুস নিজের এক্স অ্যাকাউন্টে শুভেচ্ছাবার্তা দেন। সিআরসেভেনের উদ্দেশে তিনি লেখেন, ‘এমনকি আমি যদি ম্যাচের পাশাপাশি অনুশীলনের গোলগুলো এক করি, তবুও ৯০০ গোলে পৌঁছাতে পারব না।’ এই টুইটের সঙ্গে রোনালদোর একটি ভিডিও জুড়ে দেন ক্রুস।
৯০০ গোলের মধ্যে পর্তুগালের হয়ে ১৩১টি গোল করেন রোনালদো। যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ক্লাব পর্যায়ে প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনে করেছিলেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০ গোল করেন, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫, জুভেন্টাসে ১০১ ও বর্তমান ক্লাব আল-নাসেরে ৬৮ গোল করেছেন সিআরসেভেন।