রোনালদোকে মাদ্রিদে ফিরিয়ে আনলেন এমবাপ্পে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে। রোনালদোর মতোই গতি, মাঠের বামপ্রান্ত দিয়ে প্রতিপক্ষকে তছনছ করে দেওয়ায় এমবাপ্পের জুড়ি নেই। ছোট থেকেই স্বপ্ন দেখতেন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন, যে জার্সিতে খেলেছেন রোনালদো। আসি আসি করেও মাদ্রিদে আসা হচ্ছিল না এমবাপ্পের। সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মৌসুমে মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন ফরাসি তারকা।
রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে তাকে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বরণ করে নেয় ক্লাব কর্তৃপক্ষ। ৮০ হাজার দর্শকের সামনে তাকে উপস্থিত করেন মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ড্রেসিংরুম থেকে গ্যালারিতে আসেন ৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে। মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সময় দুহাত দুদিকে ছড়িয়ে বলে ওঠেন ‘১, ২ ,৩…আলামাদ্রিদ।’
আরেকটি জুলাই, ৮০ হাজার সমর্থক, সান্তিয়াগো বার্নাব্যু ও ৯ নম্বর জার্সি–যেন মনে করিয়ে দিল রোনালদোকে। ২০০৯ সালের ৬ জুলাই রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিবে পরিচয় করিয়ে দিয়েছিল মাদ্রিদ। সেবারও বার্নাব্যুতে দর্শক ছিল ৮০ হাজার, রোনালদোর গায়ে ছিল ৯ নম্বর জার্সি।
মাদ্রিদে এখনই স্বপ্নের সাত নম্বর জার্সিটা পাচ্ছেন না এমবাপ্পে। সিআরসেভেনের বিখ্যাত জার্সিটি এখন ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে। এমবাপ্পের অবশ্য এতে হতাশ হওয়ার কিছু নয়। যার আদর্শ ধারণ করে স্প্যানিশ ক্লাবটিতে এসেছিলেন, সেই রোনালদোও তো শুরুতে জার্সি নম্বর ৯ পরেই মাঠে নামতেন।