এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন তাইজুল

এক-দুই মাস নয়, দীর্ঘ ২৭ মাস পর দেশের জার্সিতে ওয়ানডেতে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। তাও শরিফুল ইসলাম বিশ্রাম পাওয়ার সুবাদে। তবে এত দিন পর পাওয়া সুযোগ হেলায় হারাননি বাঁহাতি এই স্পিনার। ক্যারিয়ার সেরা বোলিং করে নিজের ফেরাটা রাঙিয়েছেন তাইজুল ইসলাম।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে মূলত তাইজুলের বোলিংয়েই পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০২০ সালের পর ওয়ানডে খেলতে নামা তাইজুল একাই নেন ৫ উইকেট। তার জন্য খরচ করেন মাত্র ২৮ রান।
ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পাওয়ার স্বাদ পেলেন তাইজুল। আগের সেরা ছিল অভিষেক ম্যাচে। সেই ম্যাচে ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল।
ম্যাচ শেষে তাইজুল জানালেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন তাইজুল। বললেন, ‘৫ উইকেট পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমি খেলছিলাম না, এটা বড় কিছু নয়। সুযোগের অপেক্ষায় ছিলাম। চাওয়া ছিল সুযোগ পেলে যেন ভালো করব। আমার কাজটা আমি করার চেষ্টা করেছি। উইকেটে সহায়তা ছিল, আমার কাজ ছিল ঠিক জায়গা বল করা। আমি উইকেট অনুযায়ীই বল করার চেষ্টা করেছি।’
গায়ানায় ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও জিতেছিল বাংলাদেশ। টানা তিন জয়ে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল লাল-সবুজের দল।