এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির দুই সেমিফাইনাল কাল
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে আসরের অন্যতম ফেভারিট ভারত।
রাউন্ড রবিন লিগ পর্বে ১০ পয়েন্ট নিয়ে সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করলেও পরের ম্যাচ গুলোতে দারুণ সাফল্য পায় ভারত। স্বাগতিক বাংলাদেশকে ৯-০, পাকিস্তানকে ৩-১ ও জাপানকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ সেরার আসন নিশ্চিত করে তারা।
জাপান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৫-০ গোলে হারায় তারা। চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পরাজিত হয় ছয় গোলে।
সেমিফাইনালকে সামনে রেখে ভারতীয় গোলরক্ষক সুরাজ কারেকার জানান, প্রতিটি ম্যাচেই তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি বলেন, ‘আসরের সবগুলো ম্যাচই আমরা সমান গুরুত্ব দিচ্ছি। কোনো দলকেই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। আমরা এজন্য প্রস্তুত। ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’
পরিসংখ্যানের আলোকে জাপানের বিপক্ষে ভারত ফেভারিট। জাপান সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে। ২-১ গোলের সেই জয়ের পর ভারতের বিপক্ষে ১৮ ম্যাচের ১৭টি হেরেছে তারা। চলতি আসরের লিগ পর্বেও ভারত ৬-০ গোলে জয় পায়।
সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে রয়েছে পাকিস্তান। ২০১৩ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল কোরিয়া। সেই ম্যাচে ২-১ গোল জিতেছিল তারা। পরবর্তী ৭ ম্যাচের ৫টিতে পাকিস্তান জয় পায়। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। ঢাকায় চলমান আসরের লিগ পর্বেও ৩-৩ গোলে ড্র করেছে দুই দল।