পাকিস্তান নিয়ে ভিন্ন সুর হকি ইন্ডিয়ার
এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। সেসময় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল এ ঘটনা নিয়ে। এরপর এশিয়া কাপেই আরও দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেসব ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছিল। পরিস্থিতি বদলায়নি নারী বিশ্বকাপেও। সেখানেও হাত মেলায়নি দুই দলের খেলোয়াড়রা।
এসবের মাঝেই এবার ভিন্ন বার্তা দিল ভারতীয় হকির নিয়ন্ত্রক সংস্থা হকি ইন্ডিয়া। দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো নিয়ে ভারতের খেলোয়াড়দের বাধা দেওয়া হবে না।
টাইমস অব ইন্ডিয়াকে ভোলা নাথ সিং বলেন, ‘আমরা ক্রিকেটের অনুসারী নই। ক্রিকেটাররা যা করেছে, সেটা তাদের পছন্দ। আমরা অলিম্পিক চার্টার ও এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) নির্দেশনা মেনে চলি। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে কখনো করমর্দন বা হাই-ফাইভ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়নি।’
শুধু এখনই নয়, ভবিষ্যতেও খেলোয়াড়দের এমন কোনো নির্দেশনা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে হকি ইন্ডিয়া। এ বিষয়ে ভোলা নাথ বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের ম্যাচে আমরা কোনো বাড়তি নির্দেশনা দেব না। আমরা খেলব, জেতার চেষ্টা করব।’
গত মাসে মালয়েশিয়ায় সুলতান অব জোহর কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে করমর্দন করতে দেখা গিয়েছিল দুই দলের খেলোয়াড়দের। সেই ঘটনা নিয়ে ভারতে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গেই এসব কথা বলেন হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং।

স্পোর্টস ডেস্ক