চমক দেখাল থাইল্যান্ড, হারিয়ে দিল পাকিস্তানকে
নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিল ক্রিকেটে নবীন দেশ থাইল্যান্ড। শেষ ওভারে উত্তেজনায় ভরা ম্যাচ জিতে নিয়েছে থাই মেয়েরা। ম্যাচে তারা জিতেছে চার উইকেটে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান নারী দল। পাঁচ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিলেন সিদরা আমিনরা।
সিদরা আমীন পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়। কেউই খুব একটা ভালো করতে পারেননি।
সিলেটে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১০ রান। ১ বল বাকি থাকতেই টার্গেট পূরণ করে ফেলে থাই ক্রিকেটাররা। দলটির পক্ষে সর্বোচ্চ রান নথকান চনথামের। তিনি ৬১ রান করেন।
আগামীকাল শুক্রবার হরমনপ্রীত কৌরের ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান নারী দল। তার আগে থাইল্যান্ডের মতো দুর্বল দলের কাছে হার, পাকিস্তানের কাছে বড় ধাক্কা।