ইসলামিক সলিডারিটি গেমস
জিমন্যাস্টিকসে দারুণ সাফল্য বাংলাদেশের

তুরস্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসে (আইএসজি) দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ জিমন্যাস্টিকস দল। জিমন্যাস্টিকসের ভলটিং টেবিল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের পক্ষে আলী কাদের হক ১২.৯৫০ পয়েন্ট এবং আবু সাইদ রাফি ১২.১৭৫ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠেন। আজ বৃহস্পতিবার ফাইনালে লড়াইয়ে নামবেন তাঁরা।
দলগত দিক থেকে ১২টি দলের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় সৌদি আরব, কাতার, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া ও পাকিস্তানকে পেছনে ফেলেছে লাল সবুজের দলটি।
এদিকে টেবিল টেনিসেও আলো ছড়াচ্ছে বাংলাদেশ দল। পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠেছে দল।
প্রি-কোয়ার্টার-ফাইনালে মালদ্বীপকে ৩-২ সেট পয়েন্টে হারায় তারা। দলের হয়ে খেলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহীম বম ও রিফাত সাব্বির।
বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বাংলাদেশ।