দুই ওপেনারের এত মিল!
প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরাটা মোটেও সুখকর হলো না ইমরুল কায়েসের। বাঁহাতি ওপেনার তামিম ইকবালের বিশ্রামের সুবাদে সুযোগ পেয়েছেন টেস্ট দলে। কিন্তু প্রথম টেস্টের দুই ইনিংসেই বিবর্ণ তাঁর ব্যাট। দুই ইনিংসেই ভারতীয় বোলার উমেশ যাদবের বলে আটকে গেলেন ইমরুল। এমনকি প্রথম ইনিংসে ৬ করা ইমরুল দ্বিতীয় ইনিংসেও করলেন ৬ রান।
গত বৃহস্পতিবার ইন্দোর টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন ইমরুল। সেবার উমেশ যাদবের বলে অজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন ৬ রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যতিক্রম হয়নি। ব্যাট করতে নেমে এবারও যাদবের বলে আটতে গেলেন ইমরুল। আউটের ধরন ভিন্ন হলেও কাকতালীয়ভাবে এবারও ৬ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার।
শুধু ইমরুল কেন আরেক ওপেনার সাদমান ইসলামও আটকে গেছেন একই বৃত্তে। ইমরুল কায়েসের মতো ৬ রানের বৃত্তে আটকে আছেন তিনিও। এমনকি, দুই ইনিংসে একই বোলারের বলে ও একই রানে আউট হয়েছেন তিনিও। প্রথম ইনিংসে ২৪ বলে ৬ রান করার পর ইশান্ত শর্মা সাজঘরে ফেরান সাদমানকে। দ্বিতীয় ইনিংসেও একইভাবে ২৪ বলে ৬ রান করার পর ইশান্ত শর্মার বলেই কাটা পড়েন তরুণ এই ওপেনার। আউট হওয়ার ধরন, রান সব মিলিয়ে দুই ওপেনারের এত মিল থাকা বেশ অবাক হওয়ার কথা!
এ ছাড়া প্রথম ইনিংসের মতোই বাংলাদেশের দুই ওপেনারের জুটি টিকল ৫ ওভার। ষষ্ঠ ওভারে ভারত পেল প্রথম উইকেটের দেখা।
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনই ৩৪৩ রানের লিড নিয়ে নেয় ভারত। বিশাল লিড নিয়ে আজ শনিবার তৃতীয় দিন আর ব্যাট করতে না নেমে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলির দল। ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশের লক্ষ্য ইনিংস ব্যবধানে হার এড়ানো। এর আগে ভারতীয় বোলার অশ্বিন-শামিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায়।

স্পোর্টস ডেস্ক