ফাইনালে রাবিকিনার সামনে সাবালেঙ্কা
দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে থামিয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন কাজাখস্তানের প্রতিনিধি ইয়েলেনা রাবিকিনা। শিরোপা মঞ্চে তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা।
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের দ্বিতীয় সেমিফাইনালে মাগদা লিনেটকে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছেন সাবালেঙ্কা। ফাইনালে ওঠার পথে অবশ্য বেশ লড়াই করতে হয়েছে বেলারুশ তারকাকে।
রড লেভার অ্যারেনায় প্রথম সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি। প্রথম সেটে ফল আসে টাইব্রেকারে। তবে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত সাবালেঙ্কা জিতে নেন ৭-৬ (৭-১), ৬-২ গেমে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আজারেঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পা রেখেছেন রাবিকানা। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় নারী এককের প্রথম সেমিফাইনালে বেলারুশ তারকাকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়েছেন রিবাকিনা।
দুই সেটের প্রথমটিতে কিছুটা লড়াই করতে পারেন আজারেঙ্কা। দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি কাজাখের রাবিকিনার সামনে। দুবারের চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে রাবিকানা উঠে গেলেন শিরোপা জয়ের মঞ্চে।
আগামীকাল শনিবার (২৮ জানুয়ারি) মাঠে গড়াবে নারী এককের ফাইনাল। যেখানে নারী এককের মুকুটের জন্য লড়াই করবেন রাবিকিনা ও সাবালেঙ্কা।