ফ্লেচারের সেঞ্চুরিতে রান পাহাড়ে সিলেট
টুর্নামেন্টে চার ম্যাচে খেলে একটিতেও জয় মেলেনি সিলেট থান্ডারের। জয়ে ফিরতে বেশ আটঘাট বেঁধে নেমেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। আজ শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো টনের্ডো চালিয়েছেন সিলেট তারকা জনসন চার্লস ও ফ্লেচার।
মাত্র ৩৮ বলে ৯০ রান করেছেন চার্লস। ঝড়ো ইনিংসে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার। দুই বিদেশি তারকার ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ২৩৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছে সিলেট।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। প্রথম ওভারেই হারায় ওপেনার আবদুল মাজিদকে। মাত্র ১১ রানে ভাঙে ওপেনিং জুটি।
এরপর দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় সিলেট। দুই ব্যাটসম্যান চার্লস-ফ্লেচার মিলে মোহাম্মদ আমির-শফিউল ইসলামকের রীতিমতো তুলোধুনা করেন। এরমধ্যে ২৫ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন চার্লস। আরেক সতীর্থ ফ্লেচার ২৭ বলে পৌঁছান ৫০-এর ঘরে। এরপর এই জুটিতে ১৬১ রানে পৌঁছায় সিলেট।
১৩তম ওভারে চার্লসকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙেন শহিদুল ইসলাম। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেকে ফিরেন চার্লস। ৯০ রানের তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি বাউন্ডারি আর পাঁচটি ছক্কা দিয়ে। ভাঙে ১৫০ রানের জুটি।
এরপর একে একে অধিনায়ক সৈকত ও মোহাম্মদ মিঠুনকে হারায় সিলেট। তবে ওপেনিংয়ে নামা ফ্লেচারকে থামাতে পারেনি সিলেট। মাত্র ৫৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। চলতি বিপিএলের এটাই প্রথম সেঞ্চুরি। তাঁর ঝড়ো ইনিংসে ভরকরে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে সিলেট থান্ডার। ১০৩ রানে অপরাজিত ছিলেন ফ্লেচার। ৫৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ বাউন্ডারি আর পাঁচ ছক্কা দিয়ে।

স্পোর্টস ডেস্ক