বসুন্ধরার শিরোপার উচ্ছ্বাস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/10/0.jpg)
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের শিরপো জিতেছে বসুন্ধরা কিংস। আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপার উল্লাস করে।
ম্যাচে বসুন্ধরার জয়ের নায়ক রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলির এই ফরোয়ার্ড দলটির পক্ষে একমাত্র গোলটি করেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকা ফুটবল শুরু হওয়ার পর প্রথম আসরে শিরোপা জিতে নিল বসুন্ধরা।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৫২ মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বেসেরা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/10/dsc_79995.jpg)
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন রবিনিয়ো। সাইফের গোলরক্ষকের দৃঢ়তায় সুযোগ নষ্ট হয় তাদের।
৬৯ মিনিটে সাইফ খেলার সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে। কেনেথের চমৎকার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বসুন্ধরার গোলরক্ষক।
এমনি করে আক্রমণ পাল্টা আক্রমণে খেলে কোনো দলই আর গোল আদায় করতে পারেনি। তাই বসুন্ধরা এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ফেডারেশন কাপের গত আসরে চমকে দিয়েছিল বসুন্ধরা। দুর্দান্ত ফুটবল খেলে সেবার প্রথম শিরোপা ঘরে তুলেছিল তারা। এবারো ছন্দ ধরে রাখে তারা। টানা দ্বিতীয়বার মৌসুমের প্রথম আসরের শিরোপা জেতে তারা।
অন্যদিকে এবারই প্রথম ফেডারেশন কাপের ফাইনালে উঠে সাইফ। কিন্তু তারা পারেনি। ফাইনালের হারে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে যায় তাদের।