বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান, কিন্তু কেন?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/29/india-vs-pakistan.jpg)
চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২০২৩ আসর। তবে বিশ্বকাপ শুরুর মাস ছয়েক আগে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটছেই না। ভারতে নয় দরকার হলে বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে, এমনটাই গুঞ্জন রয়েছে।
আজ বুধবার (২৯ মার্চ) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক দ্বন্দ্বে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দীর্ঘদিন ধরে। শুধু আইসিসি ও এসিসি ইভেন্টে দেখা হয় দুই প্রতিবেশীর। ভারতে বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। একইভাবে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলেও অংশগ্রহণ নিয়ে আপত্তি রয়েছে ভারতের।
দুই প্রতিবেশির এমন মুখোমুখি অবস্থানে বিপাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবার এই দুই ইভেন্টের জন্যই সমাধানের পথ খুঁজেছে ভারত ও পাকিস্তান। সেপ্টেম্বরে এশিয়া কাপে নিজেদের ম্যাচগুলো ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে বিশ্বকাপের নিজেদের ম্যাচগুলো ভারত নয় দরকার হলে বাংলাদেশে খেলবে এমনটাই গুঞ্জন রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা সভা শেষে এমনটাই না কি প্রস্তাব করা হয়েছে।
যদিও এই বিষয়টি আদৌ মেনে নেবে কি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড। তা তো সময়ই বলে দেবে। চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের অংশগ্রহণে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।