ব্র্যাডম্যানকেও টপকে গেলেন স্মিথ
এদিনই দারুণ একটি রেকর্ড গড়েন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করলেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। তবে বসে ছিলেন না আগে আরেক তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তিনি ভেঙেছেন ৭৩ বছরের পুরোনো রেকর্ড।
আজ শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়লেন স্মিথ। টেস্টে দ্রুততম ৭০০০ রান পূর্ণ করলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই এই নতুন নজির গড়েন স্মিথ। অস্ট্রেলিয়ার কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক গড়েন তিনি।
ক্যারিয়ারের ৭০তম টেস্টে ১২৬ ইনিংসে করলেন এই অনন্য রেকর্ড গড়েন স্মিথ। তিনি টপকে গেলেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডকে। ১৯৪৬ সালে এই ইংলিশ ক্রিকেটার ভারতের বিরুদ্ধে ওভালে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৭০০০ রান করেছিলেন। তিনি ৭৩ বছর পর স্মিথ সেই রেকর্ড করলেন।
স্মিথ এদিন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকেও টপকে গেলেন। ডন ৫২টি টেস্ট খেলে করেছিলেন ৬৯৯৬ রান। অস্ট্রেলিয়ার ১১তম ক্রিকেটার হিসেবে স্মিথ ৭০০০ টেস্ট রান পূর্ণ করলেন।
চলতি বছর দারুণ ফর্মে আছেন স্মিথ। অ্যাশেজে তাঁর ব্যাট মহাকাব্য লিখেছিল। সাত ইনিংস মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৭৪ রান। তাঁর গড় ১১০.৫৭। ওভালের শেষ ইনিংস বাদ দিয়ে স্মিথ একবারও ৫০-এর নিচে রান করেননি। তাঁর রান ছিল যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ৮০ ও ২৩।

স্পোর্টস ডেস্ক