ভক্তের ফোন ভাঙা রোনালদোকে সতর্ক করল পুলিশ
ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজেও জ্বলে উঠতে পারছেন না; তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেডও তেমন ভালো করছে না।
এর মধ্যেই কয়েক মাস আগে একটি বিতর্কে জড়ান রোনালদো। গত এপ্রিলে এভারটনের বিপক্ষে হারে ম্যানইউ। ওই হারের ম্যাচে মেজাজ হারিয়ে দর্শকের ফোন আছাড় দিয়ে বসেন রোনালদো। এ ঘটনার জন্য শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। কিন্তু তাতেও লাভ হয়নি। এতদিন পর, বিতর্কিত ঘটনাটির জন্য রোনালদোকে সতর্ক করে দিয়েছে পুলিশ।
গত এপ্রিলে সেই ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, পায়ের চোট নিয়ে মাঠ ছাড়ছিলেন রোনালদো। মাঠ ছাড়ার সময় টানেলে ঢোকার আগমুহূর্তে কিছু একটা আছাড় মারেন রোনালদো। পরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেটা ছিল এক দর্শকের ফোন। মেজাজ হারিয়ে ওই ফোনটি আঘাত করে বসেন পর্তুগিজ তারকা।
এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘যে ধরনের পরিস্থিতির মোকাবিলা আমরা করছি, এ রকম কঠিন পরিস্থিতিতে আবেগ সামলানো কখনোই সহজ নয়। তবে যাই হোক, আমাদের শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে এবং নান্দনিক এ খেলাকে ভালোবাসে যে তরুণেরা, তাদের সামনে উদাহরণ তৈরি করতে হবে। হঠাৎ মেজাজ হারানোর জন্য আমি ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এ সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাতে চাই।’
সেখানেই ঘটনার শেষ হয়নি। এতদিন ধরে ঘটনাটি নিয়ে তদন্ত চলছিল। তদন্ত শেষে এক বিবৃতি দিয়ে পুলিশ জানায়, তাদের দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত করছি যে, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী একজন ব্যক্তি বুধবার স্বেচ্ছায় হাজিরা দেন এবং সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনার সুরাহা করা হয়েছে। ব্যাপারটি এখন সমাপ্ত।’