রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালকে রুখে দিল হাঙ্গেরি

বয়সের বাধা পেরিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বয়স বাড়লেও কমেনি তাঁর গোল করার ক্ষুধা। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও জ্বলে উঠলেন পর্তুগিজ তারকা। দুটি গোল করে ছুঁলেন নতুন এক মাইলফলক। তবে তার রেকর্ডের রাতটা পর্তুগালের জন্য পুরোপুরি সুখকর হয়নি। শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হয়েছে, ফলে অপেক্ষা বেড়েছে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপে জায়গা করে নিতে হাঙ্গেরির বিপক্ষে জয় দরকার ছিল পর্তুগালের। কিন্তু রোনালদোর জোড়া গোলেও সেই জয় পাওয়া হলো না। একেবারে শেষ মুহূর্তে লিভারপুল তারকা দমিনিক সোবলাইয়েরে গোলে হাঙ্গেরি ম্যাচটা ২-২ গোলে ড্র করে।
রোনালদোর জন্য ম্যাচটা ছিল স্মরণীয়। দুই গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এখন পর্যন্ত ৫১ ম্যাচে তার গোল ৪১টি। এর আগে ৩৯ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা তালিকায় গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৯৪৮।
ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে এটি ছিল পর্তুগালের চতুর্থ ম্যাচ। ৩ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ১০, শীর্ষেই রয়েছে তারা। সমান ম্যাচ খেলে হাঙ্গেরির পয়েন্ট ৫।
ম্যাচের শুরুটা ভালো হয়নি পর্তুগালের জন্য। মাত্র ৮ মিনিটেই আতিলা সালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় পর্তুগাল। ২২ মিনিটে এবং প্রথমার্ধের যোগ করা সময়ে দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে লিড এন দেন রোনালদো।
লিড ধরে রেখেই যখন মনে হচ্ছিল বিশ্বকাপ নিশ্চিত করছে পর্তুগাল। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে সোবোসলাইয়ের গোলে সমতা ফেরায় হাঙ্গেরি। ফলে বিশ্বকাপের টিকিট কাটার জন্য অপেক্ষা বড়লো পর্তুগালের।