মাবিয়ার আরেকটি স্বর্ণালি-সাফল্য
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/29/mabia.jpg)
ভারোত্তোলনের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতেছেন তিনি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক।
আজ মঙ্গলবার জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের হয়ে স্বর্ণ জিতেছেন মাবিয়া। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে তিনি স্ন্যাচে তুলেছেন ৭৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯৫ কেজি। সব মিলিয়ে ১৭০ কেজি তুলে জিতেছেন স্বর্ণপদক। অবশ্য বাংলাদেশ গেমসে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন মাবিয়া। এবার আর তা পারেননি।
স্বর্ণ জিতে মাবিয়া বলেন, ‘এসএ গেমসে চোট পেয়েছিলাম। এখনও সেই চোট সেরে উঠেনি। আজ সেরাটা দিতে পারিনি বলে অপরাধবোধ কাজ করছে।’
এদিকে গত টোকিও অলিম্পিকে খেলার আশায় ছিলেন ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া। কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি জাপানে। তবে দেশের মাটিতে নিজের সাফল্য অব্যাহত রেখেছেন তিনি।