মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক
ক্রীড়া সংগঠক ও স্থপতি বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
গতকাল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
মূলত ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিত ছিলেন মোবাশ্বের হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকার ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গভীর শোক প্রকাশ বলেছেন, ‘তিনি অনেক গুণের অধিকারী ছিলেন এবং আবেগের সাথে ক্রিকেটকে অনুসরণ করতেন। তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং খেলার উন্নতির জন্য তার মূল্যবান পরামর্শ দিতেন। বোর্ডের পক্ষ থেকে, আমি স্থপতি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’