রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় পেল আফ্রিদির লাহোর
শুরু হয়ে গেল পাকিস্তান সুপার লীগের (পিএসএল) অষ্টম আসর। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) আসরের প্রথম ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে ১ রানে জয় পায় লাহোর কালান্দার্স। শুরুতে ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুলতান।
ইনিংসের শুরুতে কালান্দার্স ওপেনার ফখর জামান ও মির্জা বেইগ ৭.২ ওভারে ৬১ রান করেন। ২৬ বলে পাঁচটি চার হাকিয়ে সাজঘরে ফিরেন মির্জা বেইগ। তবে দুর্দান্ত এক অর্ধশত তুলে নেন আরেক ওপেনার ফখর। মাত্র ৪২ বলে করেন ৬৬। প্রথম ইনিংসে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৫ রান করে কালান্দার্স।
দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণ করেছিল মুলতান। ১২.২ ওভারে ১০০ রান করে প্রথম উইকেট হারায় তারা। ৩১ বলে ৩৫ রান করে আউট হন শান মাসুদ। ১৯ ওভারে মুলতানের সংগ্রহ ১৬১ রান। শেষ ওভারে দরকার ১৫ রান। এখানেই শুরু হয় নাটকীয়তার। ১৯.৫ বলে সংগ্রহ ১৭০ রান। শেষ বলে ছয় মারলেই জিতে যেত মুলতান। কিন্তু শেষ বলে হয় ৪ রান।
শেষ ওভার পর্যন্ত তাদের সংগ্রহ হয় ১৭৪ রান। ফলে উত্তেজনাপুর্ণ ম্যাচটিতে ১ রান জয় পায় লাহোর কালান্দার্স।