রোনালদোকে পেয়ে সৌদি আরবে খুশির জোয়ার
নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে রেকর্ড দামে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে—এ খবর এখন সবারই কমবেশি জানা। শুধু অপেক্ষাটা ছিল ক্লাবে তাঁর আনুষ্ঠানিকভাবে পা রাখার। গতকাল মঙ্গলবার রাতে সেটাও হয়ে গেল। রাজকীয় আয়োজনে তারকা ফুটবলারকে বরণ করে নিল আল নাসের। সময়ের অন্যতম তারকাকে পেয়ে খুশির জোয়ারে ভাসছেন আরব দেশের ফুটবল ভক্তরা।
রোনালদোকে দলে ভিড়িয়ে ফুটবলের সব আলো যেন কেড়ে নিল আল নাসের। তরতর করে বাড়তে শুরু করল ক্লাবটির সোশ্যাল মিডিয়ার অনুসারী। দিনে বহু মানুষ মাধ্যমগুলোতে উঁকি দিচ্ছেন রোনালদোর আপডেট পেতে। পর্তুগিজ তারকার সঙ্গে আল নাসেরও যেন বনে গেল এলিট ক্লাবে। আল নাসেরের জার্সি কেনারও ধুম পড়েছে। সব মিলিয়ে ক্লাবটিতে বইছে খুশির হাওয়া।
এই খুশির মধ্যেই গতকাল রাজকীয় আয়োজনে রোনালদোকে বরণ করে নিয়েছে আল নাসের। ৩৭ বছর বয়সে এসেও এমন রাজসিক আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন রোনালদো নিজেও। হাসি মুখেই জানালেন সেই মুগ্ধতার কথা।
আল নাসেরের মাঠ মারসুল পার্কে কাল রোনালদোকে দেখতে উপস্থিত হন প্রায় ৩০ হাজার দর্শক। সবার উপস্থিতিতেই রোনালদোকে হাজির করে আল নাসের। সঙ্গে উপস্থিত হন রোনালদোর বান্ধবী ও সন্তানরা।
এরপর ক্লাবটির হয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন রোনালদো। নিজের জীবনের নতুন চ্যালেঞ্জ নিয়ে পর্তুগিজ তারকা বলেন, ‘আমার জীবনের এই বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ হয়েছে। আমি সবকিছু জিতেছি, ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলিতে খেলেছি। এখন এশিয়াতে এটি (আমার জন্য) নতুন চ্যালেঞ্জ।’
এরপর ইউরোপ ছেড়ে আরব দেশের ক্লাবটিতে আসার কারণ জানিয়ে সিআর সেভেন বলেন, ‘আমাকে তরুণ প্রজন্মের জন্য, নারীদের জন্য ফুটবলের উন্নতির সুযোগ দেওয়ায় আল নাসেরের কাছে আমি কৃতজ্ঞ। আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ, তবে আমি খুব খুশি এবং গর্বিতও বোধ করছি। আমি এখানকার তরুণদের মানসিকতায় বদল আনার জন্য কাজ করব। আমি এখন বলতে পারি, ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার অনেক সুযোগ আমার ছিল। এমনকি পর্তুগালে অনেক ক্লাব আমাকে দলে টানার চেষ্টা করেছিল, কিন্তু আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম। আর সেটা শুধু ফুটবলের জন্যই নয়, এই দেশের অন্যান্য অংশের উন্নয়নের জন্যও।’
আল নাসেরের কোচ গার্সিয়াও যেন আত্মহারা রোনালদোকে পেয়ে। তিনি বলেছেন, ‘আমার জীবনে, আমি দেখেছি যে রোনালদোর মতো দুর্দান্ত খেলোয়াড়দের সামলানো সবচেয়ে সহজ, কারণ আমি তাকে শেখাতে পারি না। সে যেমন বলছিল, আমরা এখানে জিততে এসেছি, আর কিছু নয়। আমি চাই সে আল নাসেরের হয়ে খেলা উপভোগ করুক এবং আল নাসেরের সঙ্গে জিতুক।’