রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে কপাল পুড়ল আল নাসের কোচের
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোচদের মনোমালিন্যের বিষয়টি নতুন নয়। কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে কাতার বিশ্বকাপের পরপরই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন রোনালদো। নতুন ক্লাবে গিয়েও ফের একবার কোচের সঙ্গে ঝামেলায় জড়ালেন ৩৮ বছর বয়সী এই তারকা। ফলাফল, বরখাস্ত হলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের কোচ রুডি গার্সিয়া।
গতকাল বুধবার (১২ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, আল-নাসেরের ড্রেসিংরুমের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় চাকরিচ্যুত করা হয়েছে গার্সিয়াকে। কোচের কৌশলও বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যম। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখনও সাত ম্যাচ বাকি রয়েছে আল-নাসেরের।
আল ফায়হার বিরুদ্ধে ০-০ ড্র করেছে আল নাসের। তার পরেই কোচকে নিয়ে প্রশ্ন তোলেন রোনালদো। রোনালদোর মনে হয়েছে ফুটবলারদের কাছ থেকে তাঁদের সেরাটা বার করে আনতে ব্যর্থ হচ্ছেন গার্সিয়া। তার ফলে খারাপ ফল হচ্ছে। সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে আল নাসেরের। কিন্তু কোচের জন্য পিছিয়ে পড়ছেন তারা, এমনটাই না কি ভাবনা রোনালদোর।
শুধু রোনালদো নন, আল নাসের ক্লাবের মালিকও নাকি গার্সিয়াকে নিয়ে খুশি নন। গত বছর কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন গার্সিয়া। এক বছরে উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারেননি তিনি। রোনালদোর মতো ফুটবলারকে দলে ভেড়ানোর পরও দলের ফল মেনে নিতে পারছিলেন না ক্লাবের মালিক।
সৌদি প্রো লিগে এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে আল নাসের। শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে তারা। শুধু তাই নয়, তিন ও চার নম্বরে থাকা আল শাবাব ও আল হিলাল খুব বেশি পিছিয়ে নেই। এই পরিস্থিতিতে অস্বস্তি আল নাসের ড্রেসিংরুমে। তবে কে হচ্ছেন পরবর্তী কোচ, সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি ক্লাবটি। তবে গুঞ্জন রয়েছে হোসে মরিনহোকে দেখা যেতে পারে আল নাসেরের কোচের ভূমিকায়।