লড়াইয়ের পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশের
দারুণ ছন্দ নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে বাংলাদেশ দল। ফাইনালেও শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে লাল-সবুজের দল। কিন্তু অতিরিক্ত সময়ে এসে ভারতের কাছে শিরোপা স্বপ্নভঙ্গ হয়। বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা।
আজ শুক্রবার ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ভারত। ৪ গোল করেছেন গুরকিরাত সিং, অন্য গোলটি হিমাংশু জাংরার।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ছয় আসরের শিরোপাই জিতল ভারত। অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হলো বাংলাদেশ।
এদিনের ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় ভারত। ডি বক্সের বাইরে থেকে হিমাংশু জোরাল শট নেন। ওই সময় জটলার মধ্যে পড়ে গেলে পেনাল্টি পেয়ে যায় ভারত। পেনাল্টি থেকে গুরকিরাত সিং এগিয়ে নেন ভারতকে।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফিরে বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন রফিকুল। তার পাস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় রাজনের কাছে। সুযোগ হাতছাড়া না করে বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি।
বিরতির পর লিড পেয়ে যায় বাংলাদেশ। বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন শাহীন। কিন্তু এই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৫৯তম মিনিটে সমতায় ফেরে ভারত। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না আসলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েই গুছিয়ে নিয়ে পরপর তিন গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ভারত।