সভাপতি সৌরভের মেয়াদ বাড়বে কি?
লোধা কমিটির কুলিং অফ নিয়মে সংশোধন করার আলোচনা অনেকদিন ধরেই চলছিল। অবেশষে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বিসিসিআইয়ের এজিএমে আজ রোববার সিদ্ধান্ত নিয়েছে, এই আইন সংশোধনের।
তবে এবার অপেক্ষা ভারতীয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের। লোধা কমিটির তৈরি বাইলজ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দেশটির রাজ্য ক্রিকেট সংস্থা ও বিসিসিআইয়ের কোনো পদে পরপর দুবার নির্বাচিত হন, তবে তাঁকে বাধ্যতামূলক ভাবে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে।
এই নিয়ম অনুযায়ীই বোর্ডের সদ্য নির্বাচিত সভাপতি সৌরভকে বিদায় নিতে হবে নয় মাসের মধ্যে। কারণ বোর্ড সভাপতি হওয়ার আগে তিনি পাঁচ বছর সিএবি সভাপতি ছিলেন।
আজ বৈঠকে সেই নিয়ম পরিবর্তনের দিকে একধাপ এগোল বোর্ড। বোর্ডের ৮৮তম বার্ষিক সাধারণ সভায় প্রত্যেকেই এই নিয়ম সংশোধনের দাবিতে সবুজ সংকেত জানান। তবে এই নিয়ম পরিবর্তন করতে হলে অ্যাপেক্স কোর্টের সম্মতি প্রয়োজন।
ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেশটির এক বোর্ডের কর্মকর্তা বলেন, ‘প্রস্তাবিত সব সংশোধনেই সম্মতি জানানো হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানো হবে।’ বোর্ডের এই নিয়ম সংশোধনে সুপ্রিম কোর্ট রাজি হয়ে গেলে বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়াদ বাড়তে পারে। কুলিং অফে আর যেতে হবে না এই সাবেক অধিনায়ককে।
তা ছাড়া ৭০ বছর ও তার বেশি বয়সের কোনো ব্যক্তি বোর্ড বা রাজ্য ক্রিকেট সংস্থার কোনো পদে থাকতে পারবেন কি না, এই নিয়ম সংশোধনেও দাবি তোলা হয়।
এদিকে জয় শাহ বিসিসিআই সিইও রাহুল জহুরির স্থলভিষিক্ত হচ্ছেন। আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে হাজির থাকবেন জয়। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘পুরো বিষয়টি চূড়ান্ত হবে ৩ ডিসেম্বর সুপ্রিমকোর্টে রায়ের ওপর।’
পাশাপাশি বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটিতে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। শোনা গিয়েছিল লক্ষ্মণ, শচীনের প্রত্যাবর্তন ঘটছে সিএসিতে। তবে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে এজিএমে।

স্পোর্টস ডেস্ক