সৌদি লিগে মাস সেরার পুরস্কার জিতলেন রোনালদো
ইউরোপীয় ফুটবল মাতিয়ে এবার এশিয়ায় এসেও নিজের ছন্দ ধরে রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসেরের হয়ে দুর্দান্ত সময় পার করছেন ৩৮ বছর বয়সী এই তারকা। যার স্বীকৃতি হিসেবে সৌদি প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোনালদো।
গতকাল শনিবার (৪ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। সৌদিতে ফেব্রুয়ারি মাসটা স্বপ্নের মতো কেটেছে রোনালদোর। প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন গোলের দেখা, দলের জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
মাসসেরার পুরস্কার জিতে রোনালদো বলেন, ‘সৌদি লিগের ফেব্রুয়ারির সেরা খেলোয়াড়েরর পুরস্কার জিতে আমি খুশি। আশা করি, অনেকগুলোর মধ্যে এটি প্রথম। আল নাসেরের অংশ হতে পেরে গর্বিত।’
গত ১০ ফেব্রুয়ারি আল ওয়েহদার বিপক্ষে জয়ে দলের সবকটি গোলই করেন রোনালদো। আল নাসেরের জার্সিতে এটিই ছিল তার প্রথম হ্যাটট্রিক। এরপর গত ২৫ ফেব্রুয়ারি দামাক এফসির বিপক্ষে ফের তিনবার বল জালে পাঠিয়ে দলকে জেতান তিনি।
গত বছরের ডিসেম্বরে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লেখান রোনালদো। প্রথম দুই ম্যাচে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তবে ফেব্রুয়ারিতে এসেই নিজের জাত চেনালেন রোনালদো।
ফেব্রুয়ারিতে আল নাসেরের জার্সিতে ৪ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন রোনালদো।