৭০০ গোলের মাইলফলকে রোনালদো
বাঁ প্রান্ত ধরে বুনো দৌড়, এর পর বাঁ পায়ে আড়াআড়ি শটে গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এভারটনের বিপক্ষে জয়ের আনন্দ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের পর স্বভাব সুলভ উদযাপনে দেখা গেল না রোনালদোকে।
ক্যারিয়ারে প্রথম গোল পাওয়া কোনো তরুণের মতো দুই হাত মুষ্টিবদ্ধ করলেন, চোখ বুজে লম্বা নিঃশ্বাস ছাড়লেন নিঃশব্দে। যেনো আরাধ্য এক গোল পেতে কতদিনের অপেক্ষা!
স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর ২০ বছর ২ দিন পর রোনালদো স্পর্শ করলেন ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল। ফুটবল ইতিহাসে যে মাইলফলক ছুঁতে পারেনি আর কেউ। ৭০০ গোল পেতে রোনালদোকে খেলতে হয়েছে ৯১৮ ম্যাচ।
এর মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ১০১টি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ২৯৮ ম্যাচ খেলে ১১৮ গোল করেন রোনালদো। দ্বিতীয় দফায় ৪৮ ম্যাচে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন পর্তুগিজ এই তারকা।
৩৭ বছর বয়সী রোনালদো নিজেকে হারিয়ে খুঁজছেন দীর্ঘদিন ধরে। লিগে ৭ ম্যাচ শেষেও গোলের দেখা নেই। বেশিরভাগ ম্যাচে থাকছেন না শুরুর একাদশে। ছিলেন না এদিনও। অ্যান্থনি মার্শিয়ালের ইঞ্জুরিতে ৩০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। নেমে ইতিহাসের পাতায় রাঙিয়ে রাখেন রাতটি।
ক্রিস্টিয়ানো রোনালদো বারবার ফিরে আসেন আপন দ্যুতিতে। ইতিহাস গড়ার রাতে হয়েছেন ম্যাচসেরা। কাসেমিরোর পাস থেকে করা গোলটি চলতি মৌসুমে সিআর সেভেনের প্রথম ওপেন প্লে গোল। সেই গোলের পর সিআর সেভেনকে এখন ডাকা যেতে পারে ‘সিআর সেভেন হান্ড্রেড’ নামে!