দারুণ রেকর্ডের হাতছানি তামিমের সামনে
 
টেস্ট, ওয়াডে ও টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার তামিম ইকবাল। তাঁর ব্যাটহাতের পারফরম্যান্স অনেক ক্ষেত্রেই দলের সাফল্যে বড় ভূমিকা রাখে। দীর্ঘ প্রায় এক দশক ধরে জাতীয় দলে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সেই সুবাদে বেশ কিছু কীর্তিও জমা পড়েছে এই বাঁহাতি ওপেনারের ঝুলিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজে আরেকটি দারুণ রেকর্ডের হাতছানি তামিমের সামনে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলে ১০ হাজার রান করার সুযোগ তাঁর সামনে। এই সিরিজের আটটি ম্যাচে ৪৯০ রান করলেই নতুন এই মাইলফলকটি গড়তে পারবেন তিনি।
সব মিলিয়ে তামিমের রান এখন ৯৫১০ রান। যেখানে ওয়ানডেতে ৫০০৭, টি-টোয়েন্টিতে ১১৫৪ ও টেস্টে ৩৩৪৯ রান।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটে মোট আটটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানের পক্ষে এই রান করা মোটেও অসম্ভব নয়। সবকিছু ঠিকভাবে হলে হয়তো এই সিরিজেই তিনি রেকর্ডটি গড়তে পারবেন।
কারণ সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাটহাতে বেশ উজ্জ্বল ছিলেন তামিম। ১৩ ম্যাচ খেলে চিটাগংয়ের এই ব্যাটসম্যান ৪৭৬ রান করে আসরের সেরা রান সংগ্রাহক হয়েছেন। যাতে সর্বোচ্চ ৭৫ রানের একটি ইনিংস ছিল। তাঁর এই ফর্মই বলে দেয়, ভিন্ন কন্ডিশন হলেও আসন্ন এই সিরিজে ভালো কিছু করা সম্ভব।
আগামীকাল সোমবার প্রথম ওয়ানডে ছাড়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

 
                   ক্রীড়া প্রতিবেদক
                    ক্রীড়া প্রতিবেদক
         
 
 
 
