বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
 
ওয়ানডে দিয়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। আগামীকাল সোমবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজে দুই দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরই মধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ হয়েছে।
ওয়ানডে সিরিজের সূচি
২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে, ক্রাইস্টচার্চে ভোর ৪টা
২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে, নেলসনে ভোর ৪টা
৩১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে, নেলসে ভোর ৪টা
টি-টোয়েন্টি সিরিজ
৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ারে বেলা ১২টা
৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি, মাউন্ট মাউনগানুই সকাল ৮টা
৮ জানুয়ারি তৃতীয় টোয়েন্টি, মাউন্ট মাউনগানুই সকাল ৮টা
টেস্ট সিরিজ
১২-১৬ জানুয়ারি প্রথম টেস্টে, ওয়েলিংটনে ভোর ৪টা
২০-২৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চে ভোর ৪টা

 
                   ক্রীড়া প্রতিবেদক
                    ক্রীড়া প্রতিবেদক
         
 
 
 
