টি-টোয়েন্টিতেও ধবলধোলাই বাংলাদেশ
ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও ধবলধোলাই হলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে মাশরাফির দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানের জয় পায় স্বাগতিকরা। রোববার মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৯৫ রানের বিশাল লক্ষ্য রাখে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করেন তামিম-সাকিবরা।
বড় রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম শুরু করলেন তাঁর মতোই। গত ম্যাচে ফর্ম ফিরে পাওয়া সৌম্য সরকারও দারুণ সপ্রতিভ এই ম্যাচে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেখান থেকে শেষ করেন, আজ যেন সেখান থেকেই শুরুটা করেন সৌম্য। দারুণ সব শট খেলতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম ৫ ওভারে ৫২ রান তুলে নেয় লাল-সবুজের দল। তবে এর আগে ফিরে যান তামিম ইকবাল। পঞ্চম ওভারে দলীয় ৪৪ রানে ট্রেন্ট বোল্টের বলে কলিন গ্রান্ডহোমকে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন তামিম। ১০ ওভার শেষে টাইগারদের রান ছিল ৮৯।
তার আগে দলীয় ৮২ রানে ইশ শোধির বলে উড়িয়ে মারতে গেলে শেষ হয় সৌম্যর ইনিংস। ২৮ বলে ৪২ রান করেন তিনি। দলীয় ৯৭ রানে উইলিয়ামসনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন সাব্বির রহমান। ১৬ বলে ১৮ রান করেন মিডল অর্ডারের এই তারকা ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ রিয়াদও কিছু করতে পারেননি আজ। ১৪ বলে ১৮ রান করে শোধির বলে বোল্ড হন তিনি। দলের রান তখন ১২২। এরপর দলীয় ১৫০ রানে স্যান্টনারের বলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। অপর প্রান্তে সাকিব ৪১ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। মাত্র ৪১ বলে দুটি চার আর ১০টি বিশাল ছয়ে ৯৪ রান করেন অ্যান্ডারসন। আর ৫৭ বলে ৬০ রান করেন উইলিয়ামসন।