নতুন বছরেও ফুটবলে হতাশার খবর

বাংলাদেশের ফুটবলে চরম দুর্দশা বেশ কিছুদিন ধরেই বিরাজ করছে। আন্তর্জাতিক ফুটবলে লজ্জাজনক ব্যর্থতার প্রভাব এবার ফিফা র্যাংকিংয়েও পড়েছে। ফুটবল দলের গত কিছুদিনের ব্যর্থতায় র্যাংকিংয়ে অবনতি হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু এমন অবনতি বাংলাদেশের ফুটবল ইতিহাসে আর কখনোই হয়নি।
নতুন বছরের শুরুতেই এই হতাশার খবর পেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৯০। র্যাংকিংয়ে এর আগে বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল বেশ কিছুদিন আগে, ১৮৮তম। এবার তার চেয়েও খারাপ অবস্থা হয়েছে।
ফিফার সদস্য ২০৫টি দেশের মধ্যে শীর্ষে আছে আর্জেন্টিনা। আর দ্বিতীয় স্থানে ব্রাজিল। একেবারেই তলানিতে আছে , মঙ্গোলিয়া।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে ভারত, তাদের অবস্থান ১২৯তম। আর মালদ্বীপ ১৪৫, আফগানিস্তান ১৫১, নেপাল ১৭৫ ও ভুটান ১৭৬। অবশ্য বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যথাক্রমে তাদের অবস্থান ১৯৬ ও ১৯৭ তম।