ব্যাটের কারখানায় মুশফিক

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে সব সময়ই খেলতে দেখা যায় ‘এসএস’ লেখা একটি ব্যাট দিয়ে। এই ব্যাট দিয়েই মুশফিক খেলেন দারুণ সব ইনিংস। সেই ব্যাটটা কীভাবে বানানো হয়, সেটাও এবার দেখে এলেন মুশি।
ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলতে গিয়ে ‘এসএস’ ব্যাট দিয়েই মুশফিক খেলেছেন শতরানের এক দারুণ ইনিংস। টেস্ট শেষ হওয়ার পর উত্তর প্রদেশে সেই ব্যাটের কারখানাটিও ঘুরে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। ফেসবুকে সেই ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘জতিন ও সঞ্জু ভাইদের সঙ্গে দারুণ সময় কাটালাম। এটা নিঃসন্দেহে ক্রিকেটারদের জন্য দারুণ একটা জায়গা।’
‘এসএস’ দিয়ে বোঝানো হয় সারিন স্পোর্টস। ১৯৬৯ সালে এই ক্রিকেট সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি চালু করেছিলেন এন কে সারিন। এরপর ধীরে ধীরে ক্রিকেট অঙ্গনে বেশ খ্যাতি কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিংদের মতো ভারতের তারকা ক্রিকেটাররা খেলেছেন এই ‘এসএস’ ব্যাট দিয়ে। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকেও দেখা যেত ‘এসএস’ লেখা ব্যাট নিয়ে মাঠে নামতে। শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও খেলেন এই প্রতিষ্ঠানের ব্যাট দিয়ে।