শেখ কামাল ক্লাব কাপকে ঘিরে তোড়জোড়
আর মাত্র দুদিন বাকি, এর পরই মাঠে গড়াবে শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই আসরকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রাম এখন যেন উৎসবে মেতে উঠেছে। দেশের শীর্ষ তিনটি এবং সাতটি বিদেশি ক্লাবকে নিয়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আগামী শনিবার থেকে বসছে আসরটি।
দেশের ঐতিহ্যবাহী দুটি ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী দল ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম আবাহনী এই আসরে অংশ নিচ্ছে। অবশ্য গতবার এই আসরের চ্যাম্পিয়ন ছিল চট্টগ্রাম আবাহনী।
এরই মধ্যে আসরটির গ্রুপিং ঠিক হয়েছে। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী এফসি আলগা, পচেয়ন সিনিজেন ক্লাব ও টিসি স্পোর্টস। ‘বি’ গ্রুপের চার দল ঢাকা মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, মানাং মার্সিয়াংদি ও শাহিন আসমায়ে এফসি।
ঢাকা আবাহনী ফেডারেশন ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আর এফসি আলগা কিরগিজস্তানের লিগের চ্যাম্পিয়ন দল। টিসি স্পোর্টস মালদ্বীপের দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠেছে। দক্ষিণ কোরিয়ার দল পচেয়ন দেশটির চতুর্থ সারির লিগ কেথ্রিতে খেলছে।
ঢাকা মোহামেডান দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব। অথচ দলটি খুবই দুরবস্থায় রয়েছে। লিগের গত মৌসুমে তারা হয়েছে দশম। নেপালের মানাং মার্সিয়াংদি ২০১৩-১৪ সালের লিগ চ্যাম্পিয়ন। আর শাহিন আসমায়ে আফগানিস্তানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন দল।

ক্রীড়া প্রতিবেদক