শ্রীলঙ্কা সফরে অনিশ্চিত ইমরুল

নিউজিল্যান্ড সফরে গিয়ে ঊরুতে চোট পেয়েছিলেন তিনি। ভারত সফরের সময় সেই ব্যথাটা আবার নতুন করে ফিরে আসে। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় এই ব্যথা পাওয়ায় দল থেকেই ছিটকে পড়েন ওপেনার ইমরুল কায়েস।
বাংলাদেশ ওপেনার ইমরুলের এই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। তাই শ্রীলঙ্কা সফরের দলে অনেকটাই অনিশ্চিত তিনি। দলে তাঁকে নেওয়া হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারছেন না জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নান্নু বলেন, ‘ইমরুলকে নিয়ে ফিজিও-ডাক্তারের যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না সিরিজ শুরুর আগে ইমরুল পুরোপুরি সেরে উঠবে কি না। সব কিছু ভেবেচিন্তে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমাদের।’
ম্যাচ খেলার জন্য একজন ক্রিকেটারের পুরোপুরি ফিটনেস জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘আমি যতটুকু জানি, আগামীকাল ওর ম্যাচ আছে। ওই ম্যাচে সে কেমন করে সেটা আমাদের দেখতে হবে। অবশ্য শুধু ব্যাটিং করলেই তো হবে না। ফিল্ডিংয়েও ভালো করা জরুরি। তা ছাড়া শুধু স্লিপে ফিল্ডিং করলেও হবে না, রানিং এবং বল থ্রোও করতে হবে।’
আগামী মার্চে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। ২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দীর্ঘ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা।