আট গোলের রোমাঞ্চের ম্যাচে সিটির জয়
চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলল মোনাকো। প্রথম ম্যাচেই ইংলিশ জায়ান্টদের ঘাড় চেপে ধরেছিল ফরাসি ক্লাবটি। তবে ইতিহাদ স্টেডিয়ামে দু-দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মোনাকোর বিপক্ষে সিটির জয়টা এসেছে ৫-৩ গোলে। স্কোরবোর্ডটা ম্যাচের সঠিক আবহ ফুটিয়ে তুলতে পারছে না, কারণ দুই দফায় গোল করে এগিয়ে গিয়েছিল মোনাকো। আর দুবারই সিটির রক্ষাকর্তা হিসেবে এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করেছেন সার্জিও আগুয়েরো। এই জয়ে শেষ আটের পথে এক পা দিয়ে রাখল ম্যানসিটি।
ঘরের মাঠে শুরু থেকেই অনবদ্য খেলতে থাকা ম্যানচেস্টার সিটি গোলের দেখা পায় প্রধমার্ধের মাঝামাঝি সময়ে। ২৬তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার রহিম স্টালিং গোল করে দলকে এগিয়ে দেন। তবে সিটিকে খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি রাদামেল ফ্যালকাও। দারুণ এক হেড করে দলকে সমতায় ফেরান এই তারকা স্ট্রাইকার। ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় সফরকারীরা। ৪০তম মিনিটে কিলিয়ান বাপের কোনাকুনি এক শট সিটির জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় মোনাকো। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনি সিটিকে সমতায় ফেরান আগুয়েরো।
তিন মিনিট পর আবার এগিয়ে যায় মোনাকো। ফ্যালকাওয়ের দারুণ গোলে সিটিকে চাপে ফেলে দেয় ফ্রান্সের ক্লাবটি। ৭১তম মিনিটে সিটিকে বিপদমুক্ত করেন আগুয়েরো। ডেভিড সিলভার দারুণ কর্নার থেকে বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে মোনাকো। ৭৭তম মিনিটে সিটিকে এগিয়ে দেন জন স্টোন্স। আর ৮২ মিনিটে জার্মান মিডফিল্ডার সানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক