তিন শ্রীলঙ্কানকে নিয়েই যত চিন্তা!
বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফদের মধ্যে তিনজনই শ্রীলঙ্কান, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ থিলান সামারাবীরা ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। কিছুদিন ধরে বাংলাদেশ দলের যা কিছু সাফল্য, তাতে এদের অবদান কম নয়।
এই তিন শ্রীলঙ্কান নিজ দেশে যাচ্ছেন প্রতিপক্ষ দলের কোচ হয়ে। তাই তিন কোচকেই নিয়ে যত ভয় শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের। কারণ অন্য কোচদের তুলনায় শ্রীলঙ্কা দল সম্পর্কে তাদের ধারণা একটু বেশিই।
এ সম্পর্কে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক হেরাথ বলেন, ‘সত্যি কথা বলতে কি, বাংলাদেশ দলে কয়েকজন শ্রীলঙ্কান থাকায় আমাদের দল সম্পর্কে তাদের একটা ভালো ধারণা তৈরি হয়েছে। তাই আমি মনে করি, এই সিরিজটি আমাদের জন্য খুব একটা সহজ হবে না।’
শুধু তাই নয়, লঙ্কান অধিনায়ক প্রশংসা করেছেন বাংলাদেশ দলেরও। এ সম্পর্কে তিনি বলেন, ‘এর আগের বাংলাদেশ দলকে আমি খুবই কাছ থেকে দেখেছি। আমি মনে করি, শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দল এটিই। কয়েক মাস আগেই ওরা ইংল্যান্ডকে হারিয়েছে।’
অবশ্য অতীত রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। দুই দল এখন পর্যন্ত খেলা ১৬ টেস্টের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আর ওয়ানডেতে ৩৮ ম্যাচের ৩৩টিতেই জিতেছে শ্রীলঙ্কা, চারটিতে জয় বাংলাদেশের। পরিত্যক্ত হয়েছে একটি ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদক