পূজারা দেয়াল টপকাতে পারেনি অসিরা
দ্বিতীয় দিনের ১২০ রানের সঙ্গে আরো ৭৩ রান যোগ করলেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। এর পরই পথ হারিয়ে ফেলে ভারত। মুরালি বিজয়ের পর অধিনায়ক কোহলিও ফিরে যান দ্রুতই। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন ব্যাট করতেই ভুলে গেছেন ভারত অধিনায়ক। অসিদের বিপক্ষে গত দুই টেস্টের চার ইনিংসে কোহলির সর্বোচ্চ রান ১৫। আজ করলেন তারও কম, মাত্র ছয় রান করেই কামিন্সের কলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে ফিরে আসেন কোহলি।
অপরপ্রান্তে আজিঙ্কা রাহানে, করুন নায়ার, অশ্বিনরা উইকেটে গিয়েই ফিরে এসেছেন। তবে হ্যাজেলউড, কামিন্স, ও’কিফদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন চেতেশ্বর পূজারা। দিনশেষে এই ব্যাটসম্যানের ১৩০ রানে ভর করে রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো লড়াইয়ে টিকে আছে ভারত। তৃতীয় দিনের ঘণ্টায় পূজারাকে দারুণ সঙ্গ দিয়েছে বাঙালি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ৬ উইকেটে ৩৬০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৯১ রানে পিছিয়ে আছে কোহলির দল।
গতকালের করা ১২০ রান নিয়ে দিন শুরু করা পূজারা ও বিজয় দুইশোর কাছাকাছি চলে গিয়েছিলেন। ও’কিফের বলে স্টাম্পিং হন ৮২ রান করা বিজয়। এরপর কোহলি, রাহানে ও অশ্বিনকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স। করুন নায়ার কিছুটা প্রতিরোধ গড়লেও ২৩ রানে তাঁকে ফেরান হ্যাজেলউড। কামিন্স নিয়েছেন চার উইকেট।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ১২০ রান জমা করে ফেলে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ৩৩১ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে ১৭৮ রানের হার না মানা ইনিংস খেলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। দুই বছর পর টেস্ট খেলতে নেমে শতক পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। তাঁর ব্যাট থেকে এসেছে ১০৪ রান।

স্পোর্টস ডেস্ক